সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া শিশু আবু বকর ও ওমর ফারুককে আলাদা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু বিভাগে এই অস্ত্রোপচার চালানো হয়। পেটে ও বুকে জোড়া লাগা শিশু দুটির জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ৭৮ দিন বয়সী শিশু দুটি এখন সুস্থ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু সার্জারী বিভাগের অধ্যাপক এ কে এম জাহিদ হোসেন বলেন, ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। প্রতিটি শিশুই মায়ের হাসিতে হাসে, চিরদিন সেই হাসি আমরা দেখতে চাই। কিন্তু শিশুর কিছু জটিল বিষয় আমাদের উদ্বিগ্ন করে, তার মধ্যে অন্যতম জোড়া শিশুর জন্ম।‘
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আল আমিন ও চায়না বেগমের ঘরে এমন জোড়া শিশু জন্ম নেয় গত ৪ জুলাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও আর্থিক সহায়তায় জোড়া শিশুর সফল অস্ত্রোপচার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু সার্জারি বিভাগের এক দল চিকিৎসক।
জোড়া শিশু আবু বকর ও ওমর ফারুকের সফল অপারেশন হওয়ায় খুশি তাদের মা–বাবা।
গত ৩০ আগস্ট অপর জোড়া শিশু নুহা ও নাবার দ্বিতীয় ধাপের সফল অস্ত্রোপচার হয় বঙ্গবন্ধু মেডিকেলে। এখন চলছে পরবর্তী ধাপের প্রস্তুতি।
আল আমিন / দীপ্ত সংবাদ