সপ্তম শ্রেনীর বিজ্ঞান বই প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে জাতীয় সংসদকে আওয়ামী লীগের ক্লাব বলে মন্তব্য করেন।
আলোচনার বিষয়বস্তু, রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ব্যাক্ষা ও বিশ্লেষণ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের এক পর্যায়ে তিনি পাঠ্যপুস্তকের চলমান বিতর্ক নিয়েও কথা বলেন।
এসময় তিনি বিএনপির দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা নিয়ে আলোচনা করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, শাসন বিভাগ, বিচারবিভাগ সবকিছুই সরকার ব্যবহার করছে নিজ প্রয়োজনে। বিএনপি নেতা আমান উল্লাহ বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করবে না।
এসময় বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র মেরামতের ২৭ দফা নিয়ে দেশব্যপি প্রচারণা চালানো হবে।