প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। কেউ যেন শান্তির ধর্ম ইসলামের নামে বদনাম করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের আয়োজনে প্রধানমন্ত্রী জানান, ইসলামের খেদমতে আওয়ামী লীগ সরকার সবসময় কাজ করেছে।
চোখের আলো না থাকলেও অন্যের তিলওয়াত শুনে শুনেই কুরআনে হাফেজ হয়েছেন চট্টগ্রামের আবু জাফর শাকিল। সৌদি প্রবাসী বাবার এই সন্তান হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কারের ক্রেস্ট, তিন লাখ টাকার চেক এবং সনদ গ্রহণ করেন।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠ প্রতিযোগিতার বিশ্বব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতায় ৫ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান।
ইসলামের প্রসারে বঙ্গবন্ধু স্বাধীনতার পর ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মদ্যপান ও জুয়া নিষিদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতি জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণ এবং মাদরাসা শিক্ষায় পরিবর্তন এনেছে।
আওয়ামী লীগ সরকার হজ ব্যবস্থাপনায় হয়রানি বন্ধ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে স্মার্ট হজ ব্যবস্থাপনা চালু হবে।
মুষ্টিমেয় কিছু লোক ধর্মীয় সন্ত্রাসের লালন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা আরও বাড়াতে হবে।
ভবিষ্যতে বাংলাদেশও আন্তর্জাতিক পর্যায়ে কিরাত প্রতিযোগিতা আয়োজন করবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আল/দীপ্ত সংবাদ