সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বাংলাদেশের অনূর্ধ্ব–১৮ সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে প্রসবকালীন জটিলতায় মৃত্যুবরণ করেন রাজিয়া। মৃত্যুর আগের দিন রাতে সন্তান প্রসব করেন এই ফুটবলার। প্রসবের পর তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন রাজিয়া। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক।
রাজিয়ার মৃত্যুর দুঃসংবাদটি নিশ্চিত করেছেন নারী ফুটবলের সহকারী কোচ মাহমুদা আক্তার। তিনি বলেছেন, ‘অনুশীলনের শেষে ক্যাম্পে ফেরার পর আমি রাজিয়ার মৃত্যুর খবর পেয়েছি। শোনার পর আমার ভীষণ খারাপ লাগছে।’
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব–১৬ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ
২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নারী দলের ক্যাম্পে ছিলেন ফরোয়ার্ড রাজিয়া। সানজিদা–মারিয়াদের দলে থেকে ২০১৮ সালে জিতেছেন অনূর্ধ্ব–১৮ সাফ। খেলেছেন জাতীয় দলেও। ছিলেন ২০১৯ সাফের দলে।
জাতীয় দল থেকে বাদ পড়ার পরই বিয়ে করেন রাজিয়া। গতকাল জন্ম দেন ছেলে সন্তানের। সন্তান সুস্থ থাকলেও আজ ভোরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সাবেক এই ফরোয়ার্ড।
জাতীয় দলের অধিনায়ক সাবিনার এলাকা সাতক্ষীরার মেয়ে রাজিয়া। এলাকার সাবেক সতীর্থের মৃত্যুতে শোক জানিয়ে সাবিনা ফেসবুকে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও। যে শান্তিটা তোমার প্রাপ্য ছিল, এবার হয়তো সেটা পাবে।’
সুপ্তি/ দীপ্ত সংবাদ