সড়ক নয়, রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে এফডিসির পেছন গেট পর্যন্ত পথটি এখন যেন ময়লার ভাগাড়। তাই চরম ভোগান্তিতে এই পথ ব্যবহারকারীরা। মাসের পর মাস মেয়রের টেবিলে ঝুলে আছে সড়কটি মেরামতে নেয়া প্রকল্পের ফাইল।
উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। রাজধানীর বুকে এখন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপশি প্রায় সব সড়ক উন্নত হওয়ায় নগরবাসীর জীবনে বেড়েছে গতি।
কিন্তু ঠিক উল্টো চিত্র তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে এফডিসির পেছন গেটের সড়কে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক নিচের সড়কের নিত্যসঙ্গী খানাখন্দ।
সড়কের উপরেই ময়লার ভাগার। পানি চলাচলের যেটুকু পথ তাও আটকে আছে আবর্জনার স্তুপে। তাই সড়কের এসব গর্তে শুষ্ক মৌসুমেও জমে থাকে পানি। আর অল্প বৃষ্টিতেই পথ হারিয়ে যায় নর্দমায়। পথচারীর ভোগান্তির তাই হয় নাতো শেষ।
শুধু ময়লা পানি কিংবা দুর্গন্ধ নয় ডেঙ্গু মশা ও রোগ জীবাণুর শঙ্কা নিয়েই চলাচল করতে হয় এই পথে।
বরাবরের মতই আশার বাণী স্থানীয় কাউন্সিলরের। জানান, ড্রেন নির্মাণ ও সড়কের উন্নয়ন প্রকল্পের ১৭ লাখ টাকা বরাদ্দের ফাইল আটকে আছে মেয়রের টেবিলে।
কর্তৃপক্ষের ফাঁকা বুলি বা প্রকল্পের ফাইল শুধু টেবিলে আটকে থাকা নয়, বাস্তবে কবে হবে এই সড়কের উন্নয়ন? কবে মুক্তি মিলবে ভোগান্তির? কিংবা আদৌ মিলবে কিনা প্রশ্ন থেকেই যায়।
আল / দীপ্ত সংবাদ