বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাবার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দান্তনপুর এলাকায় তার রেঞ্জ রোভার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃষ্টির মধ্যে দাঁতনপুরে আচমকাই একটি ট্রাক হঠাৎ গাঙ্গুলির গাড়ি বহরের সামনে এসে পড়ে। তার গাড়ির চালক দ্রুত ব্রেক কষে প্রাথমিক বিপদ সামাল দেন। কিন্তু পেছনে থাকা গাড়িগুলো পরিস্থিতি সামাল দিতে পারেনি। একে একে ধাক্কা খেতে থাকে সৌরভ গাঙ্গুলির গাড়িতে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের পাশে প্রায় ১০ মিনিট দাঁড়ান সৌরভ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বর্ধমানের উদ্দেশে রওনা দিয়ে অনুষ্ঠানে হাজির হন বিসিসিআই সাবেক এ সভাপতি। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন ৫২ বছর বয়সী ভারতের সাবেক এ ওপেনার।
সে অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘আমি আপ্লুত। বর্ধমানে আসতে পেরে খুব ভালো লাগছে। তার থেকেও বেশি খুশি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। অনেক দিন ধরেই বিডিএস (বর্ধমান ক্রীড়া সংস্থা) এর পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আজ আসতে পেরে খুব ভালো লাগছে। ৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি কাজ করছে। জেলা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আগামী দিনেও এভাবে জেলা থেকে খেলোয়াড় তুলে আনতে হবে।‘
এসএ