দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (৫ জানুয়ারি) সকালে। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৯৭০ জন প্রার্থী। এদের মধ্যে দলীয় প্রার্থী ৪৩৬ জন, আর স্বতন্ত্র এক হাজার ৫৩৪ জন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, প্রার্থিতা প্রত্যাহারের পর আদালতের আদেশে ৭৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর নির্বাচন কমিশন একজনের প্রার্থিতা বাতিল করেছে।
মোট প্রার্থীর মধ্যে নারী অন্তত ৯৩ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্যান্য সম্প্রদায়ের প্রার্থী আছেন ৭৯ জন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল।
ইসির অতিরিক্ত সচিব জানান, ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে।
উল্লেখ্য, নওগাঁ–২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে।
এসএ/দীপ্ত নিউজ