সংসদ থেকে পদত্যাগ করলে বিএনপিকে অনুতাপ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সাভারে আওয়ামী লীগের জনসভায় তিনি আরো বলেন, সাত জনের জন্য জাতীয় সংসদ অচল হবে না।
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারের রেডিও কলোনী স্কুল মাঠে জনসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। সাভার ও ধামরাই উপজেলা ও আশপাশের এলাকার নেতাকর্মীরা এতে যোগ দেন। এ উপলক্ষে দুপুর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আয়োজিত সমাবেশস্থল মিছিল শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তারা বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালাচ্ছে বিএনপি-জামায়াত।
নয়াপল্টনে বিপুল পরিমাণ চালসহ অন্যান্য সামগ্রী মজুদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অর্থদাতাদের খোঁজ পাওয়া গেছে। পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার কঠোর সমালোচনা করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগ করলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে না। এই ভুলের জন্য বিএনপিকেই অনুতাপ করতে হবে।