সংকটে জনগণের জন্য যা যা করা দরকার, তা-ই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য সরকারকে অর্থের সংস্থান করতে হচ্ছে। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশেরই রিজার্ভ কমেছে।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চম জাতীয় সম্মেলনের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটির নেতারা তাঁকে অভ্যর্থনা জানান। সরকারপ্রধানের উপস্থিতিতে প্রাণবন্ত হয় ঐতিহাসিক এই স্থান।করোনা মোকাবিলায় চিকিৎসকদের প্রশংসা করে, রোগীর প্রতি মানবিক আচরণ নিশ্চিতের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন- চলমান বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতি থেকে জনগণকে রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। জাতির পিতার হত্যাকারীদের ফেরত না দেওয়ায়, যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ সাত বছর পর জাতীয় সম্মেলন করলো স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপ।