দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট, দেশব্যাপী ব্যাপক গণবিক্ষোভ এবং সরকার পতনের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ২১ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে অনুষ্ঠিত হবে নির্বাচন।
শুক্রবার (২৬ জুলাই) এ বিষয়ে জারি করা গেজেট প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
গেজেটে বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ১৫ আগস্ট পর্যন্ত প্রার্থীদের প্রার্থিতার আবেদন গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল অনুসারে পাঁচ সপ্তাহব্যাপী চলবে প্রচারাভিযান।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৪ সালের ১৭ নভেম্বর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে এক মাস বা অনধিক দুই মাস আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।
উল্লেখ্য, সরকারি তথ্য অনুসারে, ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কায় বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ।
প্রসঙ্গত, দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২২ সালের জুলাইয়ে পদত্যাগ করেন গোতাবায়া রাজাপাকসে। তিনি ২০১৯ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন।রাজাপাকসের পদত্যাগের পর পার্লামেন্টে অনুষ্ঠিত নির্বাচনে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এসএ/দীপ্ত সংবাদ