রাত নয়টায়, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড। আর একটায়, ইংলিশদের প্রতিপক্ষ সেনেগাল।
রাউন্ড অব সিক্সটিনে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড। এ ম্যাচে পরিসংখ্যান ফরাসিদের পক্ষে। কারণ এর আগে ১৬ বারের দেখায় মাত্র তিনবার জিতেছে পোল্যান্ড। তবে প্রতিযোগিতামূলক খেলায় এ নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে দু’দল। যা বিশ্বকাপে দ্বিতীয়বার। ১৯৮২ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশেল প্লাতিনি বিহীন ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য পেয়েছিলো পোল্যান্ড।
ফ্রান্সের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে, পোল্যান্ডের স্কোয়াডে এমন একমাত্র খেলোয়াড় রবার্ট লেভান্ডোস্কি। তার অভিজ্ঞতার চেয়ে বর্তমান ফর্ম আর পারফর্মেন্সের দিকেই বেশি তাকিয়ে থাকবে পোলিশরা।
দিনের আরেক ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ সেনেগাল। এশিয়ার মাটিতে বিশ্বকাপে ইউরোপের দলগুলো ভুগলেও, ইংলিশ প্রিমিয়ার লিগের তারকারা সাফল্য পাচ্ছেন। যার প্রমাণ- গ্রুপপর্বে তিন ম্যাচের একটি গোলশূন্য ড্র হলেও ইংল্যান্ড গোল পেয়েছে নয়টি।
অন্যদিকে, সাদিও মানেবিহীন সেনেগালের জন্য নকআউট পর্বের টিকিটই বড় প্রাপ্তি ছিলো। সেখানে এবার নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়ার চ্যালেঞ্জ আফ্রিকান চ্যাম্পিয়নদের জন্য।