সংযুক্ত আরব আমিরাত থেকে জয় নিয়ে ফেরা হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। শেষ ম্যাচেও ৩–১ ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।
আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে পুরো ম্যাচে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি আফঈদা খন্দকাররা। শক্তিমত্তা ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আমিরাতের মেয়েদের বিপক্ষে ৩২ মিনিটেই প্রথম গোল হজম করে বাংলাদেশের মেয়ারা। আর বিরতিতে যাওয়ার আগে ব্যবধান হয় ২–০।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৬১ মিনিটে ব্যবধান হয় ৩–০। তবে ম্যাচের শেষ মুহূর্তে স্পট কিক থেকে বাংলাদেশের হয়ে সান্ত্বনামূলক গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার। প্রথম ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে হারলেও ফলাফল নিয়ে সন্তুষ্ট হেড কোচ পিটার বাটলার।
বাংলাদেশের কোচ বাটলার বলেন, ‘আমি আজকে অনেক খেলিয়েছি। প্রতিপক্ষ দলেরে মোটামুটি সবাই দীর্ঘদেহী, সুযোগ সুবিধায়ও তারা আমাদের থেকে উন্নত। তবে আমি মেয়েদের খেলায় সন্তুষ্ট। আমি শুধু জয় চাই না। খেলার উন্নয়নটাও গুরুত্বপূর্ণ।‘
ইএ/ দীপ্ত সংবাদ