সম্ভবত ভারতের কানপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব আল হাসান। সে হিসেব মাথায় রাখলে বর্ণময় ক্যারিয়ারের শেষটা রঙিন করতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে বল হাতে সাফল্য পেলেও দ্বিতীয় ইনিংসে তেমন কিছুই করতে পারেননি।
চলতি মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চাইলেও সেই টেস্টে তার খেলা নির্ভর করছে অনেক যদি–কিন্তুর ওপরে।
তবে এতটুকু নিশ্চিত যে টেস্টে বিরাট কোহলি ও সাকিবের শেষ দেখা হয়ে গেল! ফরম্যাটটিতে দুজনের রোমাঞ্চকর দ্বৈরথ শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছে। তখনও ব্যাট হাতে ছুটছেন কোহলি, পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য। নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারকে ক্যারিয়ারের শেষ মুহূর্তে বিরাট কোহলির নিজের ব্যাট উপহার দিয়ে সম্মান জানানোকে প্রশংসার চোখে দেখছেন সবাই। লাল বলের ক্রিকেটে দুই কিংবদন্তির এটাই শেষ দেখা।
আপাতত সাকিবের বিশ্রাম। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর মাঠে নামার সুযোগ না পান তবে এই এলিট ফরম্যাটে ৪৬০৯ রান এবং ২৪৬ উইকেট নিয়ে বিদায় নিচ্ছেন টাইগার অলরাউন্ডার।
এসএ