শেরপুরে এক হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম মিয়ার উদ্দিন। সে শেরপুর সদর উপজেলার চান্দের নগর গেরামারার শাহজামাল হত্যার অভিযুক্ত আসামী।
সোমবার (২৩ অক্টোবর) তাকে র্যাব ১৪ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি–১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ জুলাই জমি সংক্রান্ত এক বিরোধে শাহজামালকে কুপিয়ে আহত করে গ্রেপ্তারকৃত আসামী মিয়ার উদ্দিন ও তার সাথে থাকা লোকজন।
তিনি আরো জানায়, গুরুতর আহত অবস্থায় শাহজামালকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শাহজামালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে রাস্তাতেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন মিয়ার উদ্দিন।
গ্রেপ্তারকৃতকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মঞ্জুরুল আহসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ