রবিবার, অক্টোবর ৫, ২০২৫
রবিবার, অক্টোবর ৫, ২০২৫

শেরপুরে ভারতীয় মদসহ মাদক কারবারী গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ বাজার পাইকারী কাচাবাজার এলাকায় পুলিশের অভিযানে অর্ধশতাধিক ভারতীয় মদের বোতল উদ্ধারসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ বাজার পাইকারী কাচাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারী হাসিবুল হাসান ইমন(২১) পানের দোকানদার মো. নজরুল ইসলামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নজরুল ইসলামের বসতঘরে তল্লাশী চালিয়ে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্টেজ ব্র্যান্ডের মদ উদ্ধার করে। এ সময় এই মাদক কারবারীর সাথে জড়িত যুবক ইমনকে গ্রেপ্তার করে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বিসয়টি নিশ্চত করে জানান, গ্রেপ্তারকৃত ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে সোর্পদ করা হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে এ ধরণের পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More