শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী জঙ্গল থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ধারণা করা হচ্ছে আনুমানিক ১৫–১৬ বছর বয়সী হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা–কাটাবাড়ি বনের পাশ থেকে হাতির মরদেহটি উদ্ধার করেন মধুটিলা রেঞ্জে কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা ইকোপার্ক রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।
তিনি বলেন, হাতির শুড়ে পোড়া ক্ষতের দাগ রয়েছে। এটির বয়স ১৫ থেকে ২০ বছর হবে। এটি একটি মাদি হাতি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শেরপুর জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোহাম্মদ আব্দুল্লাহ আল–আমিন বলেন, শনিবার ভোররাতে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে বলে খবর পাই। ঘটনাস্থলে বিদ্যুতের কোনো আলামত পাওয়া যায়নি। তবে গুঁড়ে সামান্য পোড়ার মতো দাগ আছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে হাতটি মারা পড়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত সেটা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ জুন একই এলাকায় একটি মৃত হাতিশাবক উদ্ধার করা হয়েছিল।
এসএ