শেরপুর জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৬ সেপ্টেম্বর)দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়াম কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কর উপদেষ্টা ও জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল হালিম ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ তারার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল`ইয়ার্স এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় সহ–সভাপতি ছাদেক হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফকির আবু হাসান মো. ইউসুফ (সোহেল)। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম কে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না।
সভায় ট্যাক্স আইনজীবীদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানসহ করনীয় নির্ধারণ করা হয়। এ ছাড়াও শেরপুর টেক্স আইনজীবী সমিতির গতি বৃদ্ধিতে নতুন কমিটি তৈরিসহ নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় টেক্স আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, সহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ