পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ (৬৫) রাজশাহী কারাগারে মারা গেছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজশাহী জেলা কারাগার হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
আজাদ ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি পাকশীর বাঘইলে।
আগামীকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) তার মরদেহ নিজ বাসভবনে আনা হবে বলে তার পরিবার জানিয়েছেন।
আজাদের ছোট ভাই আলম জানান, ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তার ভাই জেল হাজতে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তাকে রাজশাহী জেলা কারাগার হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বিকেলে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে রেল থানায় মামলা হয়। দীর্ঘ ২৫ বছর পর ২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত দায়রা জজ রুস্তম আলী মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২৫ জন যাবজ্জীবন, ১৩ জন দশ বছর কারাদন্ড ও ৯ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
এসএ/দীপ্ত নিউজ