আজ শুরু হলো রেলপথে ঈদযাত্রা। তবে প্রথম দিনই ব্যাপক প্রস্তুতির পরও ঘটল শিডিউল বিপর্যয়। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সঠিক সময়ে ছাড়ার পরই দেখা দেয় শিডিউল বিপর্যয়।
গত ৭ এপ্রিল আগাম টিকিট কেটেছিলেন যারা, তারাই ঢাকা ছাড়ছেন। রবিবার (১৬ এপ্রিল) কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল ঠিক থাকলেও বিপর্যয়ে পূর্বাঞ্চলের ট্রেন। ঢাকা–চট্টগ্রাম রুটের প্রায় সব কটি ট্রেনই ছাড়ছে দুই থেকে তিন ঘণ্টা দেরিতে।
দুর্ঘটনার কারণে রেলের ঈদযাত্রার প্রথম দিন ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীদের জন্য বুধবার (১৯ এপ্রিল) স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে৷
এছাড়া সোমবার (আজ) মহানগর প্রভাতি ট্রেনে ৫টি এক্সট্রা বগিতে বহন করা হচ্ছে সোনার বাংলার যাত্রীদের। কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা নেয়ার অপশনও রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার ধকল কাটিয়ে শিডিউলে ফিরবে পূর্বাঞ্চলের ট্রেন, এমন প্রত্যাশা রেল কর্মকর্তাদের।
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮–২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০–২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
এফএম/দীপ্ত সংবাদ