শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ৫১ বছর আগে এই মাসে, মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নারীর আত্মত্যাগে ১৬ ডিসেম্বর বাঙালি পায় স্বাধীন সার্বভৌম দেশ।
বাঙালির গৌরব, অহঙ্কার ও বিজয় অর্জনের মাস ডিসেম্বর। জাতির পিতার নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, এই মাসেই অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। তবে একাত্তরের ডিসেম্বরের শুরু থেকেই মানুষের মধ্যে পরিষ্কার হতে থাকে বিজয়ের ধারনা। ১ ডিসেম্বর শক্রমুক্ত হয় সিলেটের শমসেরনগর, টেংরাটিলা ও দুয়ারাবাজার। ব্রাহ্মণবাড়িয়াতেও পরাজিত হয় পাকিস্তানিরা।
বিজয়ের অর্ধশতাব্দী পেরিয়ে এখন মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ। এই ইতিহাসবিদের মতে, কিছু আক্ষেপ থাকলেও, স্বস্তি আছে অনেক। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাসে উচ্ছ্বসিত দেশবাসী। শ্রদ্ধা, ভালোবাসা আর শোকে আপ্লুত বাঙালি চিরদিন স্মরণ করবে বিজয়ের মহানায়কদের।