বিজ্ঞাপন
রবিবার, আগস্ট ১৭, ২০২৫
রবিবার, আগস্ট ১৭, ২০২৫

শুভশ্রীর সঙ্গে ছিলাম ৩-৪ বছর, রুক্মিণীর সঙ্গে আছি ১২ বছর: দেব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ ১০ বছর পর মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। ২০১৫ সালে সিনেমাটি নির্মাণ হলেও সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে ১৪ আগস্ট। সিনেমা মুক্তির পর দর্শকঢল নেমেছে ওপার বাংলার প্রেক্ষাগৃহে।

এই ১০ বছর কখনো একসঙ্গে দেব ও শুভশ্রী জুটির দেখা মেলেনি। কারণ এর আগে প্রেমিকপ্রেমিকা ছিলেন দুজন। হঠাৎ করেই ভেঙে যায় সম্পর্ক। এরপর আর দেখা হয়নি তাদের।

শুভশ্রী ব্যক্তিগত জীবনে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে দুই সন্তানের মা। আর দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মিত্রের সঙ্গে। শোনা যায়, লিভ ইনএ রয়েছেন এই জুটি।

বহুদিন পর শুভশ্রীর সঙ্গে পর্দায় ফিরেই বাজিমাত করেছেন দেব। এমন সময়ই সংবাদমাধ্যম আনন্দবাজারএর মুখোমুখি হয়েছিলেন দেব। সেখানে তার কাছে প্রশ্ন করা হয় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে। জানতে চাওয়া হয় কিভাবে নায়িকার সঙ্গে ১০ বছরের দূরত্ব ঘুচিয়ে একমঞ্চে সময় কাটল।

দেব বলেন, ‘অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম। তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি। গত ১২ বছর ধরে তো রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো ৩৪ বছর ছিলাম। ওরও জীবন বদলে গেছে।’

সেদিন মঞ্চে তাদেরকে জিজ্ঞেস করা প্রশ্নগুলো দেবই ঠিক করে দিয়েছিলেনজানিয়ে অভিনেতা বলেন, আমাদের নিয়ে অনেক ‘নেগেটিভিটি’ ছিল। কখনও ও বলেছে, কখনও আমিও বলেছি। সেই নেতিবাচকতা মুছতে হবে— এই ভাবনা নিয়ে সেদিন আমরা মঞ্চে উঠেছিলাম। অনেক ভালো স্মৃতি রয়েছে একসঙ্গে। সেই বার্তা দেওয়া উদ্দেশ্য ছিল। সে সবই ভাগ করে নিতে চেয়েছি। যেন আমাদের অনুরাগীরাও সেই ভালো মুহূর্তগুলো, স্মৃতিগুলো উদ্‌যাপন করেন। এর বাইরে আর কিচ্ছু না। সেজন্যই তো প্রশ্নোত্তর পর্বের আয়োজন। এসব শুভশ্রীকেও জানানো হয়েছিল।’

দেব আরও বলেন, ওই যে ‘খাদানসন্তান’ কিংবা পরস্পরকে সামাজিক মাধ্যমে অনুসরণ না করা— এগুলোই তো ‘পাবলিক’ জানতে চেয়ে এসেছে এত বছর ধরে! তাই সব বলেছি প্রকৃত সত্য সামনে আনতে। যেন যাবতীয় ভুল বোঝাবুঝি মিটে যায় ওই দিন। সঙ্গে সাক্ষী থাকতে পারে অগনিত দর্শক। সকলে যেন বুঝতে পারেন, এভাবেও ফিরে আসা যায়।

সত্যিই কি প্রথম ভালোবাসা থেকে যায়?— এমন প্রশ্নে দেব বলেন, আমার মনে হয় না। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা সবাই এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার নামই জীবন। অতীতে বসবাস মানে বর্তমানকে অসম্মান। এটা আমি নই। সেই জায়গা থেকেই বলব, সবাই সুখে থাকুক, ভালো থাকুক।

দেব আরও জানান, রুক্মিণী না থাকলে এই ছবিটা এত ভালো করে হত না। ও কিন্তু প্রথম দিন থেকে এই ছবির সঙ্গে আছে। বাকিদের মতো গত কয়েকদিন রুক্মিণীও একটাই প্রশ্ন করেছে, ‘তুমি খুশি তো’? ও জানে, এই ছবির পিছনে আমার ইগো, সম্মান, জেদ, লড়াই— সব উজাড় করে দিয়েছি। বাকি সব কিছু ভুলে গিয়েছিলাম।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More