উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। শীতের দাপটে কাবু খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশায় আছন্ন জনপদ। দিনের অধিকাংশ সময় দেখা মিলছেনা সূর্যের।
হিমালয় কণ্যা নামে খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আজ সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস (তেতুঁলিয়া)।
হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতভর টিপ টিপ করে বৃস্টির মত ঝড়ছে কুয়াশা।
কুড়িগ্রামে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস। সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে আছে চরের মানুষজন।
এদিকে, প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা কমছে নওগাঁয়। আজ সর্বনিম্ম তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এসএ/দীপ্ত নিউজ