দুই দিন ধরের পঞ্চগড়ের তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি‘র ঘরে অবস্থান করছে। জেলায় ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা বিপাকে সাধারণ মানুষ । হিমালয় কন্যাখ্যাত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কমতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রা।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৭৬ শতাংশ।
গতকাল সকাল ৯ টায় এই সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৭৯ শতাংশ। দিনের বেলা ঝলমলে রোদের দেখা মিললেও বিকেল হতে না হতেই তা মিলিয়ে যাচ্ছে।
অপরদিকে হিমালয় থেকে প্রবাহিত হিম শীতল হাওয়া প্রবাহিত হওয়ায় এই অঞ্চলে রাতে কনকনে ঠান্ডা অনুভুত হচ্ছে। অব্যাহত থাকছে পরদিন সকাল পর্যন্ত। দিনের বেলা ঝলমলে রোদ থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি মিললেও বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষ।
গোফরান বিপ্লব/এজে/দীপ্ত সংবাদ