ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরইমধ্যে বাজারে আগাম জাতের বিভিন্ন সবজি আসতে শুরু করলেও, দাম কিছুটা চড়া। চাষীরা জানান, রবি মৌসুমের সবজি বাজারে এলে দাম আরো কমবে।
মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ হরেক রকমের সবজি। এসব আবাদে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা। বৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হলেও, এখন মাঠের অবস্থা ভাল। আবহাওয়া অনুকূলে থাকলে সবজি বিক্রি কোরে ভালো লাভের আশা করছেন কৃষকরা।
জেলায় শীতকালীন শাক–সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৫ হাজার ৭২০ হেক্টর জমিতে। স্থানীয় কৃষি বিভাগ আশা করছে, আরও আড়াইশ থেকে ৩শ হেক্টর জমিতে সবজি আবাদ করা যাবে।
উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সবজির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকও লাভবান হবে, এমনটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন: শীতকালীন সবজি ভালো ফলনে খুশি কুড়িগ্রামের চাষিরা
আল/ দীপ্ত সংবাদ