তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই ঝড় ভয়াবহ রূপ ধারণ করেছে।
গড়ে অধিকাংশ প্রদেশে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩০ ডিগ্রির নিচে।
স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানা, দক্ষিণ ডাকোটা ও উত্তর ডাকোটায় তাপমাত্রা নেমে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে দাড়ায়।
বৈরি আবহাওয়ায় বাতিল হয়েছে আড়াই হাজার ফ্লাইট।
টেক্সাস, পেনসিলভেনিয়া, মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যের লাখ লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়েছে স্কুল। রাস্তাঘাট ঢেকে গেছে বরফের পুরু আস্তরণে।
এসএ/দীপ্ত নিউজ