নিত্যপণ্যের বাজারে এখনও স্বস্তি নেই। নেই দাম কমার কোন সুখবর। সপ্তাহ ব্যবধানে আটা–ময়দার দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। আলুর দাম সামান্য কমেছে।
রমজানকে সামনে রেখে আগে থেকেই নিত্যপণ্যের দামের উর্ধ্বমুখী লাগাম টানার জোর দাবি ক্রেতার।
শীতে রাজধানীবাসী যতটা না জবুথবু, তার চেয়ে বেশি কষ্টে নিত্যপণ্যের দামের চাপে। সব আশাই যেন নিরাশায় পরিণত হয়েছে। যে মৌসুমি পণ্যগুলোর দাম কমবে বলে ক্রেতার প্রত্যাশা ছিল, সেই আশাতেও গুড়েবালি।
পৌষের প্রায় শেষে এসেও শীতকালীন সবজির দাম চড়া অবস্থাতেই।
এবার নতুন আলুর অবাক করা দাম অবশেষে কমতে শুরু করেছে। কেজি প্রতি নেমেছে ৫০ টাকায়। তবে পেঁয়াজের দাম কমার খবর নেই, এখনো বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। বাড়ছে আদা–রসুনের দাম।
এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আটায় ৩ থেকে ৫ টাকা এবং ময়দার দাম বেড়েছে ৫ টাকা পর্যন্ত। খোলা ও প্যাকেটজাত আটার কেজি দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ টাকা। প্যাকেটজাত ময়দার দাম ৭০ টাকা থেকে ৭৫ টাকা।
রমজান সামনে রেখে ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ ও চিনিসহ ৮ পণ্য ৯০ দিনের মধ্যে অর্থ পরিশোধের চুক্তিতে আমদানির ঘোষণা দিয়েছে বাংলদেশ ব্যাংক। অন্তত রোজায় বাজার সহনীয় থাকবে, এমন চাওয়াই সবার।
এসএ/দীপ্ত নিউজ