শিশুরা বানিয়ে বানিয়ে কথা বলতে বেশ পছন্দ করে। অনেক সময় এটি তার সৃজনশীলতারই অংশ মনে করে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়া হয় না। কেননা ছোটবেলার শেখা যেকোনো বিষয়ই মানুষ প্রায় সারাজীবন মনে রাখতে পারে। তবে ছোটদের সবসময ভালো কাজ এবং সত্য কথা বলা সেখাতে হবে।
ছোটবেলায় মিথ্যার বীজ রোপণ হয়ে গেলে বড় হতে হতে সে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে। তাই শিশুর মিথ্যা বলার অভ্যাস দেখলেই তা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। শিশুকে ছোট বয়সেই ভালো ও মন্দের পার্থক্যটা বুঝাতে হবে।
শিশুরা মূলত বড়দের কাছ থেকেই শেখে। তাই আপনাকে সত্য বলতে হবে এবং ভালো কাজ করতে হবে। আপনি মিথ্যা বললে আপনার সন্তানও মিথ্যা বলতে আগ্রহী হবে। যদি মিথ্যা বলতে থাকেন তবে শিশুর দোষ দিয়ে লাভ কী! তাই শিশুদের সঙ্গে সবসময় সত্য কথা বলুন। এমনকি তাদের সামনেও কখনো মিথ্যা কথা বলবেন না।
শিশুদের কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে তাদের মারধর করবেন না। তাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। তাদেরকে কোনো কিছু জোর করে বোঝাতে গেলে তারা রেগে যেতে পারে; মিথ্যা বলা বাড়িয়ে দিতে পারে। তাই শিশুদের গল্পোচ্ছলে বোঝাতে হবে, যেন তারা সহজেই বুঝে যায়। মিথ্যা বলার সম্ভাব্য পরিণতিগুলোও তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন। একবার মিথ্যা ধরা পড়লে তাকে যে আর কেউ বিশ্বাস করবে না এটাও বুঝিয়ে বলুন।
শিশুরা পুরস্কার পেতে খুব পছন্দ করে। তাই যেকোনো ভালো কাজের বিনিময়ে তাকে পুরস্কার দিন। এতে করে শিশুদের মিথ্যা বলা এড়ানো যেতে পারে। পছন্দের জিনিস হাতে পেলে সে ভালো কাজে সহজেই উৎসাহী হবে।
শায়লা/দীপ্ত সংবাদ