ফেনীতে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) বিকালে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করে ইয়েস বাংলাদেশ নামের একটি জাতীয় সংগঠন।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাবেক সভাপতি এনামুল হক পাটোয়ারী, সাংবাদিক নাজমুল হক শামীম। ইয়েস বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য মোস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় সভায় ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামীতে দেশের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। তাই এখনই তাদেকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে। তাদের প্রতিটি অধিকার যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে। তাদের প্রকৃত অধিকারের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। সতর্ক থাকতে হবে। বিশেষ করে গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারলে শিশু অধিকার নিয়ে মানুষ সচেতন হবে। এতে সমাজ উপকৃত হবে।
আয়োজকরা জানান, ফেনী জেলাসহ দেশের প্রতিটি জেলায় শিশু অধিকার বাস্তবায়ন ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ওয়াই–মুভস প্রকল্পের আওতায় কাজ করছে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাস্টেইনএবিলিটি (ইয়েস) ও শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন‘স টাস্ক ফোর্স (এনসিটিএফ)। সংগঠনটি ইতোমধ্যে দেশজুড়ে শিশুদের নিয়ে ইতিবাচক বিভিন্ন কর্মকাণ্ডে প্রশংসিত হয়েছে।
আবদুল্লাহ আল-মামুনআফ/দীপ্ত নিউজ