গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চার বছরের শিশু বায়েজিদ হত্যার অন্যতম আসামি সিরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চৌরাস্তা বাজারের একটি চায়ের দোকানে চা খেতে আসে শিশু বায়োজিদ হত্যার অন্যতম আসামি সিরিকুল। খবর পেয়ে শিশু বায়োজিদের পরিবারের লোকজনসহ গ্রামের বিক্ষুদ্ধ শতাধিক নারী–পুরুষ ওই হোটেলে প্রবেশ করে সিরিকুলকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় এনে পিটিয়ে হত্যা করে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিরিকুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ১৩ই মে উপজেলার বালুখোলা গ্রামের তাহেরুল ইসলামের শিশু পুত্র বায়োজিদ হোসেনের নিখোঁজের পাঁচদিন পর খন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই মামলার অন্যতম আসামি ছিলেন নিহত সিরিকুল।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, একজনকে অবরুদ্ধ করে মারপেটের উদ্যোগও নিয়েছিল এলাকাবাসী। ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় মরদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হই। মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকি তিনজনকে আটক করতে আমরা সক্ষম হয়েছি।
ভবতোষ রায় মনা/শায়লা/দীপ্ত নিউজ