শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে সাবিনারা। সেই যুদ্ধে একদশে একটি পরিবর্তন। ভুটানের বিপক্ষে সেমিফাইনালে যে ১১জন দিয়ে খেলা শুরু করেছিলেন কোচ পিটার বাটলার, তাদের মধ্যে সাগরিকার পরিবর্তে জুনিয়র শামসুন্নাহারকে নিয়ে শুরু করতে যাচ্ছেন ফাইনাল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধা পৈানে ৭ টায় শুরু হয় সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
সেমিফাইনালে খেলেছিলেন বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সাগরিকা। ফিট হয়ে তার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র।
২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও দলে রয়েছেন। সম্পূর্ণ ফিট ও সেরা ফর্মে না থাকায় তিনি একাদশে জায়গা পান না। বদলি হিসেবে খেলান কোচ বাটলার।
আল / দীপ্ত সংবাদ