বিএনপির আন্দোলন শেষ হয়নি, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে। খুবই শিগগিরি আসছে নতুন কর্মসূচি। এমনটাই বলছেন দলটির নীতি–নির্ধারণী পর্যায়ের নেতারা।
গত বছরের ২৮ অক্টোবরের পর আন্দোলনে কার্যত তেমন সুবিধা করতে পারেনি বিএনপি। বিবৃতি–সংবাদ সম্মেলনেই ছিল মূলত দলটির হাঁক–ডাক।
দীর্ঘ ৭৫ দিন বন্ধ ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। সম্প্রতি তালা ভেঙ্গে এতে প্রবেশ করেন নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে বিএনপির আন্দোলন কি মুখ থুবড়ে পড়ল? দলটির ভবিষ্যত–ই বা কি? নীতি–নির্ধারণী পর্যায়ের নেতাদের দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদেরই জয় হয়েছে।
আরও পড়ুন: বিএনপিকে অপেক্ষা করতে হবে: কাদের
আ.লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে এখনো আশাবাদী বিএনপি‘র দুই নেতা আব্দুল মঈন খান ও ফজলুর রহমান। বিএনপির অন্য নেতারাও একই কথা বলছেন। সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে প্রস্তুতি রয়েছে তাদের।
টানা ১৭ বছর ক্ষমতার বাইরে বিএনপি। আন্দোলনে বর্তমান সরকার কুপোকাত না হলে, নির্বাচনের জন্য দলটিকে আরও ৫ বছর অপেক্ষা করতে হতে পারে।
আরও পড়ুন: তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপির নেতাকর্মীরা
এসএ/দীপ্ত নিউজ