মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপি।
শনিবার (১৮ মে) দুপুরে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ফরিদপুর অংশে আমরা জমি অধিগ্রহন শেষ করেছি। মাগুরার অংশে এখনো জমি অধিগ্রহণ শেষ করতে পারি নাই। কি কারনে জমি অধিগ্রহণ এখনো হয়নি সে বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলতে ও সরজমিনে দেখতে মাগুরাতে আসা।
তিনি আরও বলেন, আমরা এ রেলপথকে সম্প্রসারিত করতে চাই। মাগুরা হয়ে এ রেলপথ যাবে ঝিনাইদহ অংশের কালিগঞ্জ সীমান্তে। ইতিমধ্যে মাগুরার অংশে রেলপথ ব্রিজের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। এ প্রকল্পে জমি অধিগ্রহন নিয়ে স্থানীয় সমস্যাগুলো যাতে অল্প দিনের মধ্যে শেষ হয় সে বিষয়ে আলোচনা চলছে।
এ সময় মাগুরা–২ আসনের সংসদ সংসদ এ্যাড.বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, নবাগত সদর উপজেলা চেয়ারম্যান রানা আমীর ওসমান ও নবাগত শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শরীউল্লাহ হোসেন মিয়া রাজনসহ রেলপথ মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকল্প পরিচালক কার্যালয় থেকে জানা গেছে, ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে তারা আশা করছেন। ২০১৮ সালে চার বছর মেয়াদী এ প্রকল্প গ্রহন করা হয়। ২০২২ সালের ২ আগষ্ট বাংলাদেশ রেলওয়ের মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের আওতাধীন মাগুরা রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শ্রাবণ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ