প্রগতিশীল বাম ধারার বুদ্ধিজীবী, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) দুপুর ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অধ্যাপক যতীন সরকার। পাশাপাশি ভুগছিলেন পলি আর্থ্রাইটিসেও। গত জুনে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে ময়মনসিংহে মেয়ের বাসায় ছিলেন। সেখানে আবার অসুস্থ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন যতীন সরকারের। সেখানকার নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক মননশীল সাহিত্যচর্চার পাশাপাশি প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন।
সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন তিনি।