বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা ১০ দিন পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে সরকারের সম্মতির পর আন্দোলন প্রত্যাহার করে নেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্ঞাপন হাতে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, বুধবার থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফেরবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, আগামী নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের মূল বেতনের ৭.৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা দেয়া হবে। আগামী জুলাই থেকে এটি মূল বেতনের ১৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকায় বৃদ্ধি পাবে। চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা আগের মতো অপরিবর্তিত থাকবে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষকরা আমাদের সমাজ ও জাতি গঠনের মূল চালিকা শক্তি। তাদের বেতন–ভাতা দীর্ঘদিন ধরে অপ্রতুল ছিল, এবার এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকার ও শিক্ষা উপদেষ্টা আমাদের কথা শুনেছেন। আশা করি, ভবিষ্যতে আরও সুবিধা বৃদ্ধি ও বদলি প্রক্রিয়া দ্রুত বাস্তবায়িত হবে।