আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেল পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে না। বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়,। ২০১৪ সালে যখন বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? ২০১৮/২৪ এর সময় ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? এখন কেন বারবার ইনক্লুসিভ নির্বাচন বলা হচ্ছে। আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে আমরা এই বাংলাদেশে একদিনও থাকতে চাই না।’
‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণার সময় এই নেতা বলেন, আমরা এখন থেকে রাস্তা ব্লক করব। এখান থেকে গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে না, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, যদি সেটার জন্য ১ বছরও লাগে, আ. লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা দেখেছেন, ২০০৬ সালে আওয়ামী লীগ লগি–বইঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগের অপরাধের শেষ নেউ। একশ নমরুদকে একসঙ্গে করলে একটি হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগের চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে। এটাকে আর সামনে নিয়ে যাবেন না
এনসিপি নেতা বলেন, বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’।
বক্তব্যে শেষ হলে হাসনাত আব্দুল্লাহ‘র নেতৃত্বে একটি মিছিল শাহবাগের দিকে যায়। এর আগে, দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়।
এসএ