মিয়ানমারে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে কক্সবাজারের টেকনাফে ডিঙি নৌকায় করে শাহপরীর দ্বীপের জেটি ঘাটে অনুপ্রবেশ করেছেন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ পাঁচ জন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নাফনদী পার হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে আসেন তারা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বার ওর্য়াডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালাম।
আরও পড়ুন: নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই: সেতুমন্ত্রী
তিনি বলেন, “বিকেলে একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকায় করে মিয়ানমার থেকে একজন গুলিবিদ্ধ নারীসহ পাঁচ জন রোহিঙ্গা নাগরিক জেটি ঘাটে এসেছে। নৌকায় ওই রোহিঙ্গা নারীর শরীরে স্যালাইন চলছিল। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায়।
শাহপরীর দ্বীপ জেটিঘাটের ইজারাদার মো. সিদ্দিক বলেন, “গত দুই দিনের তুলনায় গোলাগুলির শব্দ এখন একটু কম শোনা যাচ্ছে। আতঙ্কের মধ্যে এখানে ডিউটি করছি। যে বিকট শব্দ পাই তাতে মাঝে মাঝে মনে হয়, গুলি বা মর্টার শেল এখানে এসে পড়ছে।”
টেকনাফ–২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, “আমরা সীমান্ত ঘুরে দেখছি। সীমান্তে টহল জোরদার রেখেছি।”
এসএ/দীপ্ত নিউজ