শনিবার সকালে স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ী মিলনায়তনে উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২শত শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগীতায় উত্তীর্ণ ৫১৪ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান করা হয়।
এতে ১ম পুরুষ্কার ২ জনকে ১০ হাজার করে নগদ ২০ হাজার টাকা, ২য় পুরুষ্কার ১ জনকে ৫ হাজার টাকা, ৩য় পুরুষ্কার ৩জনকে ৩ হাজার টাকা ৯ হাজার, ৪র্থ পুরুষ্কার ১০০ জনকে ক্রেস্ট সনদপত্র, ৪১৪ শিক্ষা সামগ্রী পুরুষ্কার প্রদান করা হয়।
ইউনিক মডেল স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাইফুল্লাহ হাসিমের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন শাহজাদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনির আক্তার খান তরুলোদী।
বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লিয়াতক আলী, শাহজাদপুের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের মাহে আলম, শামীম হোসেন রফিকুল ইসলাম,আলআমিন হোসেন, মিজানুর রহমান, আঃ লতিফ, আ: কুদ্দুছ, মোরছালিন হোসেন প্রমুখ।