আর কয়েক দিন পরই শুরু হবে দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এখন দেবী দূর্গাকে ধরণীতে স্বাগত জানাতে ব্যস্ততা। চলছে পূজা আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি।
সাতক্ষীরার ৭ উপজেলায় এবার ৬০৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে। পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি, শ্যামনগরের আটুলিয়া, আশাশুনির মহেশ্বরকাটিসহ বিভিন্ন মণ্ডপে বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে। ব্যস্ত কারিগররা।
নওগাঁর ১১ উপজেলায় এবার দুর্গাপূজা হবে ৮২৫টি মন্ডপে। দম ফেলার ফুসরত নেই প্রতিমা শিল্পীদের। তবে এবার সব ধরনের উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায়, লোকসানের আশঙ্কা করছেন তারা।
নওগাঁয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গাইবান্ধার ৬৫০টি মন্ডপে এবার হবে শারদীয় দুর্গাপূজা। মন্ডপে মন্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এ বছরের দুর্গাপূজা। আর ২৪ অক্টোবর দেবী দূর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে, পাঁচদিনের শারদীয় দুর্গোৎসব।
আল / দীপ্ত সংবাদ