গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে প্রথমবারের মতো পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ২০২৪–২৫ সেশনের প্রথম বর্ষ ‘‘বি’’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্থান পেয়েছে জুলাই বিপ্লব ও জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদ প্রসঙ্গ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এবং বিকেলে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২টি প্রশ্নে জুলাই বিপ্লবের ঘটনাকে স্থান দেওয়া হয়।
শাবিপ্রবি বি ইউনিটের সেট–২২–এ একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘‘জুলাই বিপ্লব ২০২৪–এর প্রথম শহিদ কে?’’ এবং উত্তর বিকল্প হিসেবে ছিল (১) মুগ্ধ, (২) রুদ্র সেন, (৩) আবু সাঈদ, (৪) ফয়সল আহমেদ– যার সঠিক উত্তর হলো আবু সাঈদ।
অপরদিকে, সেট–৩২ এর আরেকটি প্রশ্নে ছিল, ‘‘জুলাই বিপ্লব ২০২৪–এর অন্যতম স্লোগান কোনটি?’’ এবং উত্তর বিকল্প হিসেবে ছিল (১) স্বৈরাচার নিপাত যাক, (২) চল চল ঢাকা চল, (৩) কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, (৪) কোটা না মেধা? মেধা মেধা!
উল্লেখ্য, ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএ