জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর নেতৃত্বেই চলমান দক্ষিণ আফ্রিকার সিরিজে খেলছে টাইগাররা। তবে সিরিজের মাঝপথেই বিসিবিকে শান্ত জানিয়েছেন, চলতি সিরিজের পর কোনো সংস্করণেই তিনি আর অধিনায়কত্ব করতে চান না। ব্যক্তিগত কারণের পাশাপাশি নিজের ব্যাটিংয়ে মনোযোগী হতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে শান্ত অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ার পর এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এ বিষয়টি চূড়ান্ত করতেই আজ বসছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা।
বিসিবির আজকের সভায় সবার চোখ থাকবে অধিনায়কত্বের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হয়, সে দিকে। শোনা যাচ্ছে, বিসিবি নাজমুল হোসেন শান্তর চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে। সে ক্ষেত্রে চট্টগ্রামে চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় টেস্ট ম্যাচটাই হয়তো শান্তর অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।
শান্তকে নেতৃত্ব থেকে অব্যাহতি দেয়া হলে নতুন অধিনায়ক হবেন কে? আলোচনায়, গুঞ্জনে আছে অনেকের নামই। একদিন আগেই সংবাদ মাধ্যমের সামনে এসে নেতৃত্বভার নিতে (অবশ্যই টেস্টে) প্রস্তুত বলে জানিয়েছেন সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম। বিসিবি কী টেস্ট অধিনায়ক হিসেবে তাইজুলকে বেছে নেবে? যদিও ঘরের মাঠ ছাড়া বিদেশের মাটিতে একাদশেও নিয়মিত নন তাইজুল।
সে ক্ষেত্রে ভিন্ন চিন্তাই হয়তো করতে হবে বিসিবিকে। যে কারণে, ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের কাঁধেই তুলে দেয়া হতে পারে নেতৃত্বের দায়িত্ব। আর টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিবেচনায় রয়েছে তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়ের নাম। আবার আলোচনায় রয়েছে লিটন দাসের নামও।
আল / দীপ্ত সংবাদ