চট্টগ্রামে আরেকটি ম্যাচ জয় বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে, প্রিয় ফরম্যাটে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ততে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।
২৫৬ রানের লক্ষ্যের বিপরীতে ব্যাট হতে ব্যার্থ তিন টপ অর্ডার– লিটন দাস, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়। তাদের দ্রুত বিদায়ে চাপে পড়ে টাইগার শিবির। দলের বিপর্যয়ের মুহূর্ত হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহার সাথে গড়েন ৬৯ রানের জুটি। একশ স্ট্রাইকরেটে ৩৭ রানের ইনিংস খেলে বিদায় নেন মাহমুদউল্লাহ।
এর পরের গল্পটা অধিনায়ক শান্তকে নিয়ে সাজান অভিজ্ঞ মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তাদের শতরানের জুটিতে জয়টা সহজ হয়ে যায়। ছয় মাস পর ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পান শান্ত। সেই সাথে ওয়ানডে ক্যারিয়ারে ১৩‘শ রানের মাইফলক।
মুশিও তুলে নেন অরেকটি অর্ধশতক। তাদের ১৬৫ রানের হার না মানা জুটিতে, ভালোভাবেই জয় তুলে নিলো টাইগাররা।
টস জিতে আগে ব্যাট করতে নামা লঙ্কানদের ইনিংস ২৫৫ বনে থামিয়ে দেন বাংলাদেশের পেসাররা। যদিও ইনিংসের শুরুটা দারুণ ছিলো তাদের। তবে তানজিম সাকিবের পাশাপাশি, তাসকিন–শরিফুলরা, গতির ঝড় তুলে দখলে নেন তিনটি করে উইকেট।তাতে ৭ বল বাকি থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। কুশাল মেন্ডিস ৫৯ এবং জেনিথ লিয়ানাগে খেলেন সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস।
উল্লেখ্য, আগামী শুক্রবার সিরিজ নিশ্চিতের মিশনে আবারও মুখোমুখি হবে দু‘দল।
এসএ/দীপ্ত সংবাদ