আগামী মাসে দেশে ফিরবেন প্রযোজক রহমত উল্লাহ। অস্ট্রেলিয়া থেকে ফিরেই চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।
রহমত উল্লাহ বলেন, শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছি, সেগুলো অস্ট্রেলিয়ায় উনি ঘটিয়েছেন। আমি শুধু বর্ণনা করেছি। একজন দেশসেরা চিত্রনায়ক তার কাজের প্রতি মনোযোগ দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করেছেন সেটিই বলেছি।
রহমত উল্লাহর আইনজীবী তাবারক হোসেন ভূঁইয়া বলেন, শাকিব খানের বিরুদ্ধে সব ধরনের নথিপত্র আমাদের কাছে আছে। সেই সঙ্গে প্রযোজক রহমত উল্লাহকে তিনি যে ভাষায় কথা বলেছেন সে বিষয়ে বিভিন্ন টেলিভিশনে দেয়া শাকিবের বক্তব্যগুলো আমরা কোড করেছি। শাকিবের ওই বক্তব্য ও অস্ট্রেলিয়ায় শাকিবের কর্মকাণ্ডগুলোকে আমলে নিয়ে আমরা শাকিবের বিরুদ্ধে মামলা করব। আমাদের ক্লায়েন্ট আগামী মাসে দেশে ফিরলেই মামলা করা হবে।
এদিকে রহমত উল্লাহ গেল ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে তিন সমিতিতে চিঠি দেয়ার পর শোবিজ অঙ্গনে শাকিবের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। পরে ১৮ মার্চ রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানা মামলা নেয়নি। থানা থেকে আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেয়া হয়।
পরদিন ১৯ মার্চ দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন শাকিব খান। পরে গেল ২৩ মার্চ মামলা করতে আদালতে যান শাকিব খান। ওইদিন তিনি প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা করেন। ২৭ মার্চ প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।
এফএম/দীপ্ত সংবাদ