পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়াসহ আশেপাশের অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তানের সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ২২০ কিলোমিটার, যা ভূগর্ভস্থ বড়ো অঞ্চলে শক্তির প্রভাব ছড়াতে সহায়ক।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের কম্পন মহমান্দ, শাবকদর, অ্যাটক, মালাকান্দ, সোয়াত, শাংলা, বুনের এবং অ্যাবোটাবাদসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ভূমিকম্পটি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের জন্য একটি সাধারণ ঘটনা হলেও জনমনে আতঙ্কের সঞ্চার করে।
প্রসঙ্গত, এর আগেও গত ১১ সেপ্টেম্বর একই অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। মাত্র দুই মাসের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূকম্পন প্রবণ এই অঞ্চলটি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।