সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

লিটারে ৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম, কার্যকর আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অবশেষে দেশের বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম। সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্যতেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকের পর রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। যা সোমবার (৮ ডিসেম্বর) থেকেই কার্যকর হবে।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তি আরও বলা হয়, ৬ টাকা বাড়িয়ে ১ লিটারের সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা। যা আগে ছিল ১৮৯ টাকা। অন্যদিকে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা থেকে বাড়িয়ে ৯৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছেএবং প্রতি লিটার পাম তেলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

উল্লেখ্য, সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়ে বাজারজাত করা শুরু করেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। ফলে নতুন করে বাজারে আসা ৫ লিটার বোতল ৯৬৫ টাকায় কিনতে বাধ্য হন ক্রেতারা। যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। পাশাপাশি ১৮৯ টাকা দরে এতদিন বিক্রি হওয়া বোতলজাত প্রতি লিটার সয়াবিন সম্প্রতি বেড়ে হয় ১৯৮ টাকা।

এ নিয়ে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। যা আইনগতভাবে ঠিক নয়।

এর আগেও আরও ২ দফায় সয়াবিন তেলের দাম সমন্বয়ের চেষ্টা করেছিল ভোজ্যতেল ব্যবসায়ীরা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তাতে বাঁধ সাধে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More