সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

লিটনের সামনে সাকিবকে পেছনে ফেলার সুযোগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টিটোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে ২৮ রান প্রয়োজন লিটন দাসের। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রিকেটের ছোট সংস্করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন ২০০৬ সালে অভিষেক হওয়া সাকিব।

২০১৫ সালে টিটোয়েন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন লিটন। সাকিবকে টপকে যেতে ২৮ রান প্রয়োজন লিটনের।

ব্যাট হাতে বর্তমানে দারুণ ছন্দে আছেন লিটন। শেষ ৫টির মধ্যে তিন ইনিংসে হাফসেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে টিটোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন।

গেল মাসে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টিটোয়েন্টিতে ৭৩ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরির স্বাদ পান লিটন। এর মাধ্যমে সাকিবের ১৩ হাফসেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি।

এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে টিটোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে টপকে যান তিনি। ১৪১ ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা ৭৭টি। ১১২ ম্যাচে ৭৮টি ছক্কা মেরেছেন লিটন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More