কানাডায় গ্লোবাল টি–টোয়েন্টি খেলে দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সরাসরি দলের সঙ্গে যোগ দেন পাকিস্তানে। অনুশীলনও শুরু করেছেন তিনি।
বুধবার (১৪ আগস্ট) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। যেখানে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে।
বিসিবির প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে ব্যাট হাতে কোচ হাথুরুসিংহের সঙ্গে আলাপ করছেন সাকিব। আরেকটি ছবিকে দেখা গেছে সহকারী কোচ নিক পোথাসের অধীনে ব্যাটিং অনুশীলন করছেন এই অলরাউন্ডার। এ ছাড়াও লিটন–তাসকিনদের সঙ্গে রানিংও করেছেন তিনি।
সাকিব দেশে আসবেন নাকি পাকিস্তানে যাবেন; এটা নিয়ে সরগরম ছিল ক্রিকেটাঙ্গন। শুধু তাই নয়, তার দলে থাকা না থাকা নিয়েও ছিল অনেক আলোচনা–সমালোচনা। শেষ পর্যন্ত তাকে রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
লিপু জানিয়েছেন, সাকিব রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বিবেচনা করা হয়েছে মেধা। আগামীতেও তাই হবে, ‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।’
আল/ দীপ্ত সংবাদ