যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো সিলেটেও ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোনো ধরনের বিঘ্ন ছাড়াই ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।
বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের নামাজের আগে বয়ান পেশ ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম–খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। মোঘল স্থাপত্যের ঐতিহাসিক এই শাহী ঈদ্গাহে লাখো মুসল্লির সমাগম হয়।
নগরীর প্রধান এই ঈদের জামাতে নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যগণ, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ঈদের নামাজ আদায় করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘গত সাড়ে ১৪ বছরের সাফল্যকে টিকিয়ে রাখতে আমাদের স্থিতিশীলতা দরকার। দৃষ্টি ভঙ্গীর ভিন্নতা থাকতে পারে তবে দেশ সকলের। তিনি কারো প্ররোচনায় কান না দিতে জনগনের প্রতি আহব্বান জানান।‘
সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আগামী দিনের সিলেটে কোন হানাহানি মারামারি থাকবেনা। সকলকে নিয়ে স্মার্ট সিলেট গড়ে তোলা হবে।‘
এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট–বড় ৩ হাজারের অধিক ঈদগাহ–মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।
ইভান/ইমাম/দীপ্ত নিউজ