মেয়ে হোক বা ছেলে সৌন্দর্য ফুটে উঠে ঘন চুলের মাধ্যমে। তবে বর্তমানে অনেকেই চুলের সমস্যায় ভুগছেন। চুল লম্বা হয় না, চুল পড়ে যাচ্ছে, আজকাল অনেকেরই এই অভিযোগ। অবশ্য আধুনিক জীবনযাত্রায় এত দূষণ, স্ট্রেস আর পুষ্টির অভাবের মাঝে এটাই তো স্বাভাবিক। আপনিও যদি এই সমস্যায় ভোগেন তাহলে কয়েকটি প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমেই দ্রুত চুল আরও ঘন ও লম্বা করতে পারেন।
চুলের খাদ্য তেল। আর এই সেটি যদি না দেয়া হয় চুল পড়বেই। সপ্তাহে অন্তত তিন দিন তেল দেয়া প্রয়োজন। অনেকের তেল নিয়ে ভ্রান্ত ধারনা আছে যে সারা রাত চুলে তেল দিয়ে রাখতে হয়। কিন্তু আসলে গোসলের তিন বা এক ঘন্টা আগে দিলে হয়।
কেমন হয় যদি লম্বা ও ঘন চুলের জন্য ঘরেই তৈরি করা যায় তেল! আসুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন:
নারিকেল তেল, তুলসি, তেজ পাতা, মেহেদী পাতা, লং ৫/৬ টা, কারি পাতা, গোলাপ পাতা, জবা পাতা , কালো জিরা, মেথি, তিশি , আদা, আ্যালোভেরা, পান পাতা ।
প্রস্তুত প্রণালী:
নারিকেল তেল হালকা তাপে আগে গরম করে নিতে হবে পরে এক এক করে তুলসি, তেজ পাতা, মেহেদী পাতা, লং ৫/৬ টা, কারি পাতা, গোলাপ পাতা, জবা পাতা , কালো জিরা, মেথি, তিশি , আদা, আ্যালোভেরা, পান পাতা দিতে হবে মিডিয়াম তাপে রেখে যে পর্যন্ত কালো না হয়ে যায় নাড়তে হবে। তারপর ঠান্ডা করে ছেকে নিতে হবে , তৈরি হয়ে গেল তেল।
উপকার: চুলকে দ্রুত লম্বা,ঘন,কালো,ও মসৃন করবে।