১৯
ডিম ও আলুর পর এবার লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
আমদানির লক্ষ্যে ২৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
সচিব আরও বলেন, এই মৌসুমে প্রাকৃতিক কারণে লবণ আসতে কিছুটা দেরি হচ্ছে। সেজন্য পূর্ব সতর্কতা হিসেবে আমদানির অনুমতি দেয়ে হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ