সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

লণ্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার সিলেটের জাহেদ চৌধুরী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লণ্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন সিলেটের জাহেদ চৌধুরী। বুধবার (১৭ মে) টাউন হলের চেম্বারে কাউন্সিলের এজিএমএ তাকে বারার ফাস্ট সিটিজেন হিসেবে নির্বাচিত করা হয়।

টাওয়ার হ্যামলেটস এর প্রথম নির্বাহী মেয়র লুতফুর রহমানের নেতৃত্বাধিন কাউন্সিলের এই মেয়াদের দ্বিতীয় স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন তিনি। জাহেদ চৌধুরী আসপায়ার পার্টির ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ক্ষমতাসীন আসপায়ার ছাড়াও লেবার, টোরি ও গ্রিন পাটির কাউন্সিলারবৃন্দ বিদায়ী স্পিকারকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং নতুন স্পিকার হিসেবে কাউন্সিলর জাহেদ চৌধুরীকে স্বাগত জানান। অনুষ্ঠানে ডিপুটি স্পিকার হিসেবে মনোনিত হন ব্রমলি নর্থএর কাউন্সিলার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।

জাহেদ চৌধুরী প্রায় ৩৭ বছর আগে সিলেটের এমসি কলেজে অধ্যয়নরত অবস্থায় লন্ডনে পাড়ি জমান। তিনি বিশ্বনাথের ঐতিহ্যবাহী চাঁনসির কাপন গ্রামের চৌধুরী বাড়ীর কৃতি সন্তান।

স্পিকার পদে নিযুক্তি লাভের পর এক প্রতিক্রিয়ায় জাহেদ চৌধুরী বলেন, “আমি বারার সব মানুষ, ওয়ার্ডের বাসিন্দা, নির্বাহী মেয়র লুতফুর রহমান এবং সহকর্মী কাউন্সিলারদের কাছে কৃতজ্ঞ। আশা করি সকলের সহযোগিতায় আমি বারার মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় অবদান রাখবো।

নির্বাহী মেয়র লুতফুর রহমান নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে বলেন, আমি আশা করি আমাদের রাজনৈতিক সহযোগী ও বন্ধু জাহেদ চৌধুরী তার দায়িত্বে সফল এবং অনন্য হবেন।

উল্লেখ্য এই এজিএমএ মেয়র লুতফুর রহমান তার ৯ সদস্যের ক্যাবিনেট ও বিভিন্ন কমিটি চেয়ারদের নাম ঘোষনা করেন।

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More